আ’লীগের ২ নেতা গ্রেফতার – কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগের নেত্রী মতি শিউলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) শহরের মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রামে আ’লীগের ২ নেতা গ্রেফতার
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জিল্লুর রহমান। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে একই দিন দুপুরে রাজারহাট উপজেলার রাজারহাট বাজার থেকে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস ছালামকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: