Site icon কুড়িগ্রাম জিলাইভ | truth alone triumphs

কুড়িগ্রামে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

সাবেক কাউন্সিলর গ্রেপ্তার – কুড়িগ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

 

কুড়িগ্রামে হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

 

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে পৌরসভার ভকেশনাল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আজ দুপুরে কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এরপর দুপুরে তাকে আদালতে নেওয়া হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

 

পুলিশ জানায়, কামরুজ্জামান মিন্টু পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ভকেশনাল মোড়-সংলগ্ন প্রাণিসম্পদ হাসপাতাল পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে তিনটি রাজনৈতিক মামলায় অজ্ঞাত আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট জেলা শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান আশিক নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পিজি হাসপাতালে গত ১ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এরপর এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৫০০-৬০০ জনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সদর থানার ওসি নাজমুল আলম জানান, সাবেক কাউন্সিলর মিন্টুকে আশিক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

 

আরও পড়ুন:

Exit mobile version