কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর,কুড়িগ্রাম সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. হযরত আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে সদরের ধরলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হযরত আলী উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি একজন স্টক ব্যবসায়ী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

 

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

 

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ধরলা ব্রিজ পাড়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে হযরত আলী সড়কের মাঝে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

প্রতিবেশী মোহাম্মদ বায়োজিত ইসলাম বলেন, হযরত আলী আমাদের এলাকার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। এছাড়া তার স্ত্রী মোছা. কহিনুর বেগম দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য।কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ

শাহরিয়ার বলেন, নিহতের মরদেহটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

 

আরও পড়ুন:

1 thought on “কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর”

Leave a Comment