Site icon কুড়িগ্রাম জিলাইভ | truth alone triumphs

কুড়িগ্রামে ছাত্রকে মারপিটের ঘটনায় নৌকা ঘাট অবরোধ

নৌকা ঘাট অবরোধ – কুড়িগ্রামের নাগেশ্বরীর দুধকুমার নদীর ঘাট পারাপার নিয়ে দ্বন্দ্বে কচাকাটা কলেজের ২য় বর্ষের ছাত্র রঞ্জুকে মারপিটের ঘটনায় দুইদিন থেকে ঘাট অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্ররা।

 

কুড়িগ্রামে ছাত্রকে মারপিটের ঘটনায় নৌকা ঘাট অবরোধ

 

বুধবার সকাল থেকে আয়নালের ঘাটে অবস্থান নেয় দুই শতাধিক ছাত্র। এসময় তারা দোষিদের বিচার দাবীতে বিক্ষোভ করেন। এর আগে মঙ্গলবরার দুপুরে এ ঘটনায় মাদারগঞ্জ ভূরুঙ্গামারী সড়কের  কচাকাটা বাসষ্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে ছাত্ররা। স ছাত্ররা জানায়, গেল ৬ নভেম্বর পরিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের নিয়ে আয়নালের ঘাটের পূর্বপার থেকে পশ্চিম পারে যাওয়ার সময় নৌকা দূর্ঘটনায় পড়ে। এসময় কিছু শিক্ষার্থী আহত হয়। ছাত্রদের অভিযোগ  অদক্ষ মাঝি দিয়ে নৌকা পরিচালনা করায় এই দূর্ঘটনা ঘটে।

 

 

এ বিষয়ে ঘাট ইজারাদারদের কাছে অভিযোগ দিতে গেলে ছাত্রদের সাথে দ্বন্দের সৃষ্টি হয়। পরে কচাকাটা থানার উদ্যোগে দ্বন্দের নিরসন হয়। তবে গতকাল মঙ্গলবার সকালে কচাকাটা কলেজের ২য় বর্ষের ছাত্র রঞ্জু নাগেশ্বরী যাওয়ার উদ্দেশে ঘাট পার হয়ে পশ্চিম পারে গেলে ঘাট ইজারাদারে লোকজন তাকে মারপিট করে। এ খবর ছড়িয়ে পড়লে ওইদিন দুপুরে কচাকাটা বাসস্টান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্য বিরোধি ছাত্ররা। পরে ঘাটে নৌকা পরাপার বন্ধ করে দেয় তারা।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে আয়নালের ঘাটের পূর্বপারে শতশত ছাত্র জড়ো হয়ে ঘাট অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সকল ধরনের নৌকা পারাপার বন্ধ থাকে। দুই দিন থেকে এই ঘাটের পারাপার বন্ধ থাকায় উপজেলা সদর থেকে বিছিন্ন হয়ে পড়েছে কচাকাটা থানার পাঁচটি ইউনিয়নের হাজারো যাত্রী। বন্ধ হয়ে গেছে মালামাল পরিবহন। এতে দূর্ভোগে পড়েছে নদীর পূর্বপারের ব্যবসায়ীরা।

বৈষম্য বিরোধি ছাত্রদের কচাকাটা থানার সমন্বয়ক রাকিবুল ইসলাম জানান, কচাকাটা থানার হাজার হাজার মানুষ এই আয়নালের ঘাট দিয়ে প্রতিদিন পারাপার হয়। প্রতিদিন নৌকার মাঝি ও ইজারাদারদের নিযুক্ত লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়ে থাকে। গতকাল আমাদের সহপাঠি একজন ছাত্রকে বিনা দোষে বেধরক মারপিট করে ইজারাদারদের নিযুক্ত লোকজন। আমরা দোষিদের বিচারের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছি। যতক্ষণ না এর সুষ্ঠ বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ জানান, গতকাল মঙ্গলবারের ঘটনায় ছাত্র এবং ইজারাদারদের নিয়ে সমাধানে বসা হয়েছিলো। ছাত্রদের তিনটা দাবী ছিলো সেগুলো পুরনে আশ্বাস দেয়া হয়েছে। মারপিটের ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এর পরেও আজ (বুধবার) সকাল থেকে ছাত্রদের কর্মসূচী চলছে। আমরা তাদের সাথে আলোচনা করে যতদ্রুত পারা যায় উদ্বোদ্ধ পরিস্থিতি নিরষন করা হবে।

 

আরও পড়ুন:

Exit mobile version