কুড়িগ্রাম সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে ধরলা নদীতে গোসলে নেমে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
কুড়িগ্রামে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ
বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার মোগলবাসা ইউনিয়নের মোগলবাসা বাজারের পাশে নদীতে এ ঘটনা ঘটে বলে জানান কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের লিডার কবির হোসেন। নিখোঁজ ১৫ বছর বয়সি আপন ওই ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার জাহিদুর ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা সাদেক হোসেন জানান, বিকালে আপন ও তার কয়েকজন বন্ধু মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। নদী সাঁতারে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় পানিতে তলিয়ে যায় আপন।

বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে স্বজনদের জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। ফায়ার সার্ভিসের কবির হোসেন জানান, রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবার নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হবে।
আরও পড়ুন: