কুড়িগ্রামে দুই টাকার সবজি বাজার | সারা সপ্তাহের খবর

কুড়িগ্রামে দুই টাকার সবজি বাজার – এর খবর দিয়ে শুরু করছি ঝালকাঠি জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার মহিবুল

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় রংপুর রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম। মঙ্গলবার (১১ এপ্রিল) কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রামে দুই টাকার সবজি বাজার

 

কুড়িগ্রামে দুই টাকার সবজি বাজার | সারা সপ্তাহের খবর

কুড়িগ্রামে দুই টাকার সবজি বাজার চালু করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে আনুষ্ঠানিক এ বাজার চালু করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত এ বাজার চলবে।

পালানো ছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

কুড়িগ্রামে প্রেমের টানে পালিয়ে যাওয়া স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার (৮ এপ্রিল) ফুলবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

কুড়িগ্রাম সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল রহিম ওরফে রাজু (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ০৭ এপ্রিল শুক্রবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক আবদুল রহিম উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা। তিনি ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিম্ন আয়ের মানুষের জন্য দুই টাকায় তরমুজ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দুই টাকায় মৌসুমি ফল তরমুজ কিনেছেন নিম্ন আয়ের মানুষেরা। পবিত্র রমজান মাস উপলক্ষে দুই টাকার এই তরমুজ বিক্রির উদ্যোগ নিয়েছে রাজীবপুরের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রুহি ফাউন্ডেশন। ব্যবস্থাপনায় রয়েছে রাজীবপুর মডেল প্রেস ক্লাব।

গরমে নাজেহাল কুড়িগ্রামের মানুষ 

উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া ও দিনমজুর মানুষজন। মঙ্গলবার বিকেলের  তথ্য অনুযায়ী জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস যা মৃদু তাপপ্রবাহের কাছাকাছি বলে জানিয়েছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস। তার আগে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল মৃদু তাপপ্রবাহ। 

মাছ ধরতে গিয়ে নিজের জালে আটকে ডুবে প্রাণ গেল যুবকের 

 

কুড়িগ্রামে দুই টাকার সবজি বাজার | সারা সপ্তাহের খবর

 

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৪ ঘণ্টা পর গহুর বাদশা (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন গহুর বাদশা।  শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদ থেকে বাদশার মরদেহ উদ্ধার করা হয়। 

সাবেক মেম্বারের নেতৃত্বে চলছিল জুয়া খেলা, গ্রেফতার ৮

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জুয়া খেলা অবস্থায় ইউনিয়ন পরিষদের সাবেক এক মেম্বারসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ এপ্রিল) রাতে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শালমারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৬৫ হাজার ৬১০ টাকা, জুয়া খেলার সরঞ্জাম, খেলার কাজে ব্যবহৃত একটি ছামিয়ানা, আলো সরবরাহে ব্যবহৃত দুটি ব্যাটারি ও ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ

1 thought on “কুড়িগ্রামে দুই টাকার সবজি বাজার | সারা সপ্তাহের খবর”

Leave a Comment