Site icon কুড়িগ্রাম জিলাইভ | truth alone triumphs

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে

তাপমাত্রা কুড়িগ্রামে – কুড়িগ্রামে তাপমাত্রা কমে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করলেও রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একইসঙ্গে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি।

 

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে

দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, চলতি মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হিমেল বাতাস বইতে পারে। তখন ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Exit mobile version