আমাদের আজকের আলোচনার বিষয় কুড়িগ্রাম জেলার বিখ্যাত ব্যক্তি।
কুড়িগ্রাম জেলার বিখ্যাত ব্যক্তি:-
- শামসুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা, কুড়িগ্রাম জেলার সাবেক গভর্নর ও সাবেক সংসদ সদস্য, কুড়িগ্রাম-১।
- তারামন বিবি, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
- আমজাদ হোসেন তালুকদার, মুক্তিযুদ্ধের সংগঠক,সাবেক সংসদ সদস্য,কুড়িগ্রাম-৩।
- আব্দুর রহমান (বুদ্ধিজীবী)
- রমণীকান্ত নন্দী (শহীদ বুদ্ধিজীবী)
- রেজওয়ানুল হক চৌধুরী শোভন – সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ।
- আহমেদ নাজমীন সুলতানা
- আককাছ আলী সরকার (চিকিৎসক,শিল্পপতি, রাজনীতিবিদ,সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম -৩ ও প্রাইম মেডিকেল কলেজে রংপুর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং চেয়ারম্যান প্রাইম গ্রুপ)

- রোকনদ্দৌলা মন্ডল
- মতিউর রহমান (কুড়িগ্রামের রাজনীতিবিদ)
- আমজাদ হোসেন সরকার
- আছলাম হোসেন সওদাগর
- এ কে এম মাইদুল ইসলাম (রাজনীতিবিদ,শিল্পপতি,সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম-৩ এবং চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা কাসেম গ্রুপ)
- এম এ মতিন (কুড়িগ্রামের রাজনীতিবিদ)
- গোলাম হাবিব দুলাল (রাজনীতিবিদ,সাবেক প্রধান বন সংরক্ষক ও সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম-৪ এবং সাবেক চেয়ারম্যান বাংলাদেশ সততা পার্টি (২০১৭-২০১৮) চেয়ারম্যান বাংলাদেশ সত্যবাদী দল )
- কানাই লাল সরকার
- গোলাম হোসেন
- তাজুল ইসলাম চৌধুরী, (রাজনীতিবিদ,সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ সদস্য কুড়িগ্রাম-২ এবং জাতীয় সংসদের সাবেক হুইপ ও চিফ হুইপ)

- সৈয়দ শামসুল হক, বাঙালি সাহিত্যিক
- আব্বাসউদ্দীন আহমদ, সঙ্গীতশিল্পী।
- কছিম উদ্দিন, ভাওয়াইয়া সঙ্গীতশিল্পী
- ভবানী পাঠক, ব্রিটিশবিরোধী আন্দোলনের সন্ন্যাসীদের নেতা।
- রাউফুন বসুনিয়া
- ভূপতি ভূষণ বর্মা (ভাওয়াইয়া ভাস্কর)
- অজিত রায় (স্বাধীনতা পুরস্কার) প্রাপ্ত।
- আনোয়ারা সৈয়দ হক
- আমসা আমিন
- অবদুল বারী সরকার
- মোহাম্মদ সাদাকাত হোসেন

- নাজিমুদ্দৌলা
- মো. উমর ফারুক
- পনির উদ্দিন আহমেদ
- নূর-ই-হাসনা লিলি চৌধুরী
- মোহাম্মদ হোসেন খান (বিশিষ্ট ব্যবসায়ী)
- মোহাম্মদ সিরাজুল হক
- রুহুল কবির রিজভী
- জাকির হোসেন (রাজনীতিবিদ,সাংসদ সদস্য কুড়িগ্রাম -৪ ও মন্ত্রী)
- সহিদুল ইসলাম
- বাদল খন্দকার
- শাহানাজ সরদার
- ক্যাপ্টেন শাহ-আলম (মেরীন অফিসার)
- সাইফুর রহমান রানা
- হাবিবুর রহমান (প্রকৌশলী)
আরও পড়ুনঃ
