Site icon কুড়িগ্রাম জিলাইভ | truth alone triumphs

কুড়িগ্রামে হিমেল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

কুড়িগ্রামে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে কাহিল হয়ে পড়েছে জেলার জনজীবন।

 

কুড়িগ্রামে হিমেল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

শীতকষ্টে পড়েছে অতিদরিদ্র ছিন্নমূল, শ্রমজীবী এবং নদ- নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষেরা। প্রচণ্ড ঠান্ডায় লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে যাচ্ছেন না। আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস বলে জানিয়েছে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। যা গত কালের তুলনায় ২ ডিগ্রি বেশি।

মধ্যরাত থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে। কনকনে ঠান্ডায় গ্রামাঞ্চলের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।  আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কুড়িগ্রাম পৌর শহরের আলম মিয়া বলেন, গতকাল রাত থেকে অনেক ঠান্ডা। আবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার কারণে খুব ঠান্ডা। হাত পা বরফ হয়ে যাচ্ছে। শহরে মানুষজনও কম।শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে শীতবস্ত্র কেনার জন্য ৪৯ লাখ টাকা ও ১২ হাজার পিস কম্বল বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে। আরও ৫ হাজার কম্বল বিতরণের জন্য মজুদ রয়েছে।কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

 

আরও পড়ুন:

Exit mobile version