আমাদের আজকের আলোচনার বিষয় কুড়িগ্রাম জেলার শিক্ষা প্রতিষ্ঠান।
কুড়িগ্রাম জেলার শিক্ষা প্রতিষ্ঠান:-
শিক্ষার হার শতকরা ৫৬%। জেলার সর্বসাধারণের জন্য এখানে একটি সরকারি গণগ্রন্থাগার রয়েছে। যা শহরের প্রাণকেন্দ্র তথা কলেজ মোড়, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম-এ অবস্থিত।
উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হল-
- কলেজের সংখ্যা: ৬৪টি
- হাইস্কুলের সংখ্যাঃ২৬৬টি
- মাদ্রাসার সংখ্যা: ২৩৮টি

কলেজ সমুহঃ
- কুড়িগ্রাম সরকারি কলেজ,
- কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ,
- ভুরুংগামারী সরকারি কলেজ,
- উলিপুর সরকারি কলেজ,
- ফুলবাড়ি সরকারি কলেজ,
- নাগেশ্বরী সরকারি কলেজ,
- রাজিবপুর সরকারি কলেজ,
- রৌমারী সরকারি কলেজ,
- চিলমারী সরকারি কলেজ

স্কুল সমুহঃ
- কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়,
- ভুরুংগামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,
- নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী
- নাগেশ্বরী ডি এম একাডেমি,
- উলিপুর মহারাণী স্বর্ণময়ী উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়,
- উলিপুর এম এস স্কুল এন্ড কলেজ,
- কুড়িগ্রাম কামিল (এমএ) মাদ্রাসা,
- ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,

- নাগেশ্বরী কামিল (এমএ) মাদ্রাসা,
- তিলাই উচ্চ বিদ্যালয়, ভুরুংগামারী,
- ভুরুংগামারী নে/উ বালিকা উঃবিঃ,
- মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ,
- সি,জি জামান উচ্চ বিদ্যালয়,
- রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,
- বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়,
- এইলি মডেল স্কুল, ঘড়িয়ালডাঙ্গা, রাজারহাট,
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৫৬৩টি
- বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: ৫৪৫টি
আরও পড়ূনঃ
